অফিসে ফেরার মেইল পেয়ে ৮০০ কর্মীর ইস্তফা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৩ মে ২০২২, ১৮:৪৩

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ছোট-বড় সব ধরনের প্রতিষ্ঠান থেকে কর্মীদের হোম অফিসে পাঠিয়ে দেওয়া হয়। গত দুবছর ধরে বাড়িতে বসে কাজ করতে করতে অনেকেই বিষয়টিতে অভ্যস্ত হয়ে উঠেছেন।


পরিস্থিতি বদলালেও নতুন অভ্যেস থেকে ফিরতে চাচ্ছেন না অনেকেই। আর এ কারণেই চাকরি থেকে ইস্তফা দিয়েছেন আট শতাধিক কর্মী।


ঘটনাটি ভারতের। হোয়াইটহ্যাট জুনিয়র নামে একটি প্রতিষ্ঠানে ঘটেছে এ ঘটনা। এতদিন বাড়িতে বসে কাজ করছিলেন বাইজুর এ সহপ্রতিষ্ঠানটির কর্মীরা। গত ১৮ মার্চ ইমেইল করে তাদের অফিসে ফিরতে বলা হলে একযোগে শুরু হয় কর্মীদের পদত্যাগ।


ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড, সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনগুলোয় বলা হয়, মুম্বই, ব্যাঙ্গালুরু ও গুরুগাঁওয়ের হোয়াইটহ্যাট জুনিয়র’র কর্মীদের মেইলের মাধ্যমে নিজ নিজ কার্যালয়ে একমাসের মধ্যে যোগদানের জন্য বলা হয়। কিন্তু, কর্মীরা কাজে যোগদান না করে একে একে পদত্যাগ করতে শুরু করেছেন। আট শতাধিক কর্মী এখন পর্যন্ত পদত্যাগ করেছেন। আরও কর্মী পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us