হয়ে গেলো ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সর্বাধিক আলোচিত ছবি ‘শান’ এর গেট টুগেদার শো। বৃহস্পতিবার রাজধানীর যমুনা ব্লক ব্লাস্টার সিনেমাসে ‘শান’ টিমের পক্ষ থেকে করা হয় এই শোয়ের। সেখানে উপস্থিত ছিলেন ঢাকার শোবিজের একঝাঁক তারকাশিল্পী।
এই শোতে সিয়াম ও শান টিমকে শুভেচ্ছা জানাতে ঢালিউড সুপারস্টার আরেফিন শুভ, রিয়াজ, রোজিনা, অঞ্জনা তারিক আনাম খানের মতো বড় বড় তারকারা উপস্থিত ছিলেন। আরও হাজির হোন অভিনত্রী সুনেরাহ বিনতে কামাল, এবি এম সুমন, নাদের চৌধুরী, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, নির্মাতা রায়হান রাফি, সৈকত নাসির, সঞ্জয় সমাদ্দারসহ ছোট পর্দার সাফা কবির, টয়া, শাওনসহ অনেক তারকা।