বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাবার সঙ্গে পরকীয়া সন্দেহে শাশুড়িকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত নাজনীন বেগমের (৪৮) পুত্রবধূ লাবন্য আক্তারকে (২০) আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ মে) রাত ১০টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাজনীন বেগম কাঠালিয়া গ্রামের মৃত হানিফ হাওলাদারের স্ত্রী। আটক লাবন্য আক্তার নিহত নাজনীন বেগমের ছেলে উজ্জল হাওলাদারের স্ত্রী এবং পার্শ্ববর্তী ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের মো. খলিলের মেয়ে। নিহত নাজনীন বেগমের প্রতিবেশীরা জানান, ৩ বছর আগে উজ্জল হাওলাদারের সঙ্গে লাবন্য আক্তারের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে আসার পর লাবন্য আক্তার উগ্রভাবে চলাফেরা করতেন। তার স্বামী উজ্জল হাওলাদার ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।