স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে আটলান্টিক মহাসাগর থেকে ১৩ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। উদ্ধার এই অভিবাসন প্রত্যাশীরা জানিয়েছেন, নৌকাডুবির কারণে তাদের সঙ্গে থাকা আরও ২৬ জন নিখোঁজ হয়েছেন সমুদ্রে।
সোমবার ক্যানারি দ্বীপপুঞ্জের গ্র্যান ক্যানারিয়ার উপকূল থেকে ৬৫ মাইল দক্ষিণে সাগরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। স্পেনের কোস্ট গার্ডের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এ অভিযানে কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার ও দু’টি জাহাজ নিযুক্ত ছিল।