টনসিলের ইনফেকশন বেশির ভাগ ক্ষেত্রে কিছু ভাইরাস সংক্রমণের কারণে হয়ে থাকে। প্রাথমিকভাবে ভাইরাস সংক্রমণের সঙ্গে সঙ্গে কিছু ব্যাকটেরিয়া পরবর্তী সময়ে টনসিলের ইনফেকশন বাড়িয়ে তুলতে পারে। টনসিল আমাদের মুখের ভেতরে প্রবেশকারী জীবাণুর বিরুদ্ধে প্রথম সারির রোগ প্রতিরোধকারী অঙ্গ হিসেবে কাজ করে। এ কারণেই টনসিল সহজেই নিজে আক্রান্ত হয়ে পড়ে।
বেশি পরিমাণে ঠাণ্ডা খাবার (আইসক্রিম, ফ্রিজের ঠাণ্ডা পানি ইত্যাদি) ও তাপমাত্রার তারতম্যের কারণে টনসিলে ইনফেকশন হতে দেখা যায়। নাক জ্যাম, নাকের মাংস বৃদ্ধি, এডিনয়েড বেড়ে গেলে মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাস নেওয়ার কারণে সহজেই ঘন ঘন টনসিল ইনফেকশন হতে পারে। নিয়মিত মুখ, দাঁত ও গলা পরিষ্কার না রাখলে দাঁত ও মুখের যেকোনো ইনফেকশনের কারণে টনসিলে জীবাণু সংক্রমণ হতে পারে।
লক্ষণ
♦ গলা ব্যথা, তীব্র বা মাঝারি ধরনের।
♦ মাথা ব্যথা, জ্বর।
♦ খাবার খেতে কষ্ট ও মুখ হাঁ করতে অসুবিধা হয়।
♦ ব্যথা হতে পারে কানেও।