বৃষ্টি বা প্রখর রোদ এড়াতে ছাতা সঙ্গে রাখুন। যদি মাথার ওপর সূর্যের চোখ রাঙানি থাকে, তবে ছাতাটা মেলে দিন। এতে আপনি অনেকটাই সতেজ থাকবেন। ছাতা যাঁদের কাছে বোঝা মনে হয়, তাঁরা মাথায় সাদা ওড়না বা হ্যাট ব্যবহার করতে পারেন। এতে রোদের তীব্রতা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে।
রোদচশমা
চোখে রোদের ঝাঁজ কম লাগলে গরমও যেন অনেকটা কম অনুভূত হয়। এ ছাড়া ধুলাবালু থেকেও চোখকে বাঁচাবে রোদচশমা।
পানির বোতল
গরমের তীব্রতায় শরীর থেকে বেশি মাত্রায় ঘাম ঝরে। ফলে ত্বক শুষ্ক হয় এবং দেখা দেয় পানিশূন্যতা। গরমে ঘেমে ডিহাইড্রেট হয়ে যাওয়া থেকে রক্ষা পেতে সঙ্গে রাখুন পানির বোতল এবং সম্ভব হলে খাবার স্যালাইন। অনেক সময় মুখে সামান্য পানি ছিটিয়ে দিলেও বেশ স্বস্তি পাওয়া যায়।
সানস্ক্রিন
রোদ ত্বকের জন্য ক্ষতিকর। রোদ থেকে ত্বক সুরক্ষিত রাখতে তাই ব্যবহার করতে হবে এসপিএফ (সান প্রোটেকশন ফ্যাক্টর)–যুক্ত সানস্ক্রিন। সেই সঙ্গে অস্বস্তিকর রোদ থেকে নিজের চেহারা রক্ষা করতে সঙ্গে রাখুন হ্যাট বা ক্যাপ।