উত্তর কোরিয়ার পরিস্থিতি আসলেই কতোটা বিপদজনক?

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ১০ মে ২০২২, ০৭:০৮

দক্ষিণ কোরিয়ায় যখন কট্টরপন্থী নতুন এক প্রেসিডেন্ট দায়িত্ব নিতে যাচ্ছেন তার আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং-আন একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছেন।


দেশটির সঙ্গে ব্যর্থ পরমাণু আলোচনা এবং তার পরে কয়েক বছর ধরে চলা অচলাবস্থার পর কোরীয় উপদ্বীপে এখন উত্তেজনা ক্রমশই বাড়ছে।


"আমি একটি কুড়াল নেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু এটি বহন করা খুব কঠিন হবে, তাই আমি একটি ছুরির ব্যাপারে মনস্থির করি।"


একটি ককটেল বারে বসে জেন তার পালিয়ে যাওয়ার বিশদ পরিকল্পনার কথা বর্ণনা করছিলেন। সউলে বসবাসকারী একজন দক্ষিণ কোরীয় হিসেবে তিনি জানেন উত্তর কোরিয়া আক্রমণ করলে তিনি কী করবেন- প্রথমে তার কিছু অস্ত্র প্রয়োজন তারপর দুটো মোটরবাইক, একটি তার এবং অন্যটি তার ভাই-এর জন্য।


পিতামাতারা তাদের পেছনে বসবেন। উত্তর কোরীয়রা সেতুতে বোমা ফেলার আগেই খুব দ্রুত তারা শহরের নদী পার হয়ে যাবেন এবং বন্দর ধ্বংস হয়ে যাওয়ার আগেই পৌঁছে যাবেন উপকূলে।


এক সন্ধ্যায় জেন ও তার ভাই একসাথে বসে তারা কোন পথে পালাবেন সেই ম্যাপটাও ঠিক করে নিয়েছিলেন।


এসবই পাঁচ বছর আগের কথা। সেসময় উত্তর কোরিয়া উন্মত্ত হয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছিল। এর মধ্যে এমন ক্ষেপণাস্ত্রও ছিল যা দিয়ে যুক্তরাষ্ট্রেও পরমাণু বোমা হামলা চালানো সম্ভব।


তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছিলেন।


জেন স্বীকার করেন যে সেসময় তিনি অন্যদের তুলনায় অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us