২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সকল বিষয়ে, ১০০ নম্বরে

ডেইলি স্টার প্রকাশিত: ০৯ মে ২০২২, ২৩:০২

আগামী বছর পূর্ণ নম্বরে এবং প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টায় হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা।


গতকাল রোববার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।


শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২২ সালের পূনর্বিন্রাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে অনুষ্ঠিত হবে।


এতে আরও বলা হয়েছে, এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর ৫০ এবং অন্যান্য প্রতি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরে পরীক্ষা হবে। এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


করোনা মহামারির কারণে বিষয় ও নম্বর কমিয়ে গত বছর এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়েছিল। এ বছরও এসব পরীক্ষায় নম্বর অর্ধেকের কাছাকাছি রাখা হয়েছে। তবে গতবারের চেয়ে বিষয় বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us