রিজার্ভে আর রেকর্ড হচ্ছে না

আজকের পত্রিকা প্রকাশিত: ০৯ মে ২০২২, ১৩:৩০

অধিক পরিমাণ আমদানি বিল পরিশোধ করার পরে বাংলাদেশ ব্যাংকে সঞ্চিত বিদেশি মুদ্রার রিজার্ভে টান পড়েছে। বিগত দুই মাসে ২২৪ কোটি মার্কিন ডলারের আমদানি বিল পরিশোধ করার পর রিজার্ভের আকার দাঁড়িয়েছে ৪ হাজার ১৯০ কোটি ডলারে, যা গত দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। অথচ গত বছরের ২৫ আগস্ট রিজার্ভের পরিমাণ ছিল ৪৮ বিলিয়ন ডলার বা ৪ হাজার ৮০০ কোটি ডলার।


জানা গেছে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল মেয়াদের ২ দশমিক ২৪ বিলিয়ন (২২৪ কোটি) ডলারের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা। এর আগে কখনোই আকুভুক্ত দেশগুলোর এত বেশি বিল শোধ করেনি বাংলাদেশ। এর ফলে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক ৪১ দশমিক ৯০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এর আগে ২০২০ সালের নভেম্বরে রিজার্ভের পরিমাণ ছিল ৪ হাজার ১২৬ কোটি ডলার। বর্তমানের আমদানির খরচ হিসাবে এই রিজার্ভ দিয়ে পাঁচ মাসের কিছু বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। অথচ সাত-আট মাস আগেও ১০ থেকে ১১ মাসের আমদানি খরচ মেটানোর রিজার্ভ ছিল বাংলাদেশ ব্যাংকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us