ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, দেড় লাখে রফা

ঢাকা টাইমস প্রকাশিত: ০৯ মে ২০২২, ১২:৫৯

শরীয়তপুরের নড়িয়া ঘড়িষার বাজারের একটি প্রাইভেট ক্লিনিকে ভুল চিকিৎসায় সন্তান প্রসবের সময় প্রসূতি রুজিনা বেগম (৩৪) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তার মৃত্যুর বিষয়টি দেড় লাখ টাকায় দফারফা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার দিবাগত রাতে উপজেলার ঘড়িষার বাজারের আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।


রুজিনা উপজেলার ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর গ্রামের অটো চালক শাহআলমের স্ত্রী। স্থানীয় সূত্র ঢাকা টাইমসকে জানায়, দফারফার পর ময়নাতদন্ত ছাড়াই ওই দিনই গৃহবধূর লাশ দাফন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ আইনি ঝামেলা এড়াতে স্থানীয়দের মাধ্যমে সালিশ ডেকে দেড় লাখ টাকায় গৃহবধূর পরিবারের সঙ্গে বিষয়টি সমঝোতা করেছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক ডা. মো. সামসুজোহা পলাতক রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us