এ দেশে সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালন করা যে কত কঠিন এবং ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্ক থাকলে সরকার কাঠামোকে ব্যবহার করে সুবিধা আদায় করা যে কতটা সহজ, সম্প্রতি রেলওয়ের এক ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শকের (টিটিই) ঘটনাটি দিয়ে তা-ই সামনে ওঠে এলো।
রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকেটে ঈশ্বরদী জংশন থেকে ঢাকাগামী ট্রেনে ওঠেন ৩ জন। টিটিই শফিকুল ইসলাম তাদের জরিমানা করার সাহস দেখালেও, একদিন পরেই তাকে বরখাস্ত করা হয়। ওই ৩ জন বিনা টিকেটে এসি কেবিনে ভ্রমণ করেন। কিন্তু, টিটিই তাদের নন-এসির টিকেট দেন। বিষয়টি তাদের পছন্দ না হওয়ায়, তারা অভিযোগ দিলে শাস্তি হয় টিটিইর।
তার বিরুদ্ধে যে অসদাচরণের অভিযোগ দেওয়া হয়েছিল, তা যদি সত্যও হয়, মন্ত্রীর আত্মীয় পরিচয় না দিলে কিন্তু অভিযোগের পরপরই এমন গুরুত্ব সহকারে বা তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হতো না।