সড়কে মৃত্যুর মিছিল: নির্লিপ্ততার অবসান হোক

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ০৯ মে ২০২২, ১০:২৭

সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। রোববার সমকালের এক প্রতিবেদন অনুসারে, নাটোরের বড়াইগ্রামে শনিবার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে সাতজনের। এ ছাড়া কুমিল্লা, কক্সবাজার, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও আটজন। প্রতিবেদনে বলা হয়েছে, নাটোরের দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন, যাদের মধ্যে দুর্ঘটনাকবলিত একটি বাসের সুপারভাইজার চিরকালের মতো তার বাঁ হাতটি হারিয়েছেন।


শুক্রবার একটি ইংরেজি দৈনিকের খবরে বলা হয়েছিল, ঈদের ছুটির চার দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ৪৮ জন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, যাদের মধ্যে ১৭ জন মারা গেছেন ঈদের পরদিন অর্থাৎ গত বুধবার। রোড সেফটি ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হিসাব মতে, গত বছরও ঈদুল ফিতরের ছুটির সময়ে সারাদেশে অন্তত ৩১৪ জন প্রাণ হারিয়েছিলেন। এসব তথ্য থেকে এটা স্পস্ট বোঝা যায়, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই মানুষ মারা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us