বিপজ্জনক হয়ে উঠছে গুগলের ব্যবহার। বিশেষত গুগল পরিচালিত ইউটিউব প্ল্যাটফর্মের ভিডিও লিংকে সাইবার অপরাধীরা বিপজ্জনক ম্যালওয়্যার ও স্পাইওয়্যার যুক্ত করায় এই সাইটের ব্যবহার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কারণ এসব লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীদের ডিভাইসে যুক্ত থাকা ফেসবুক ও জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দখল করে নিচ্ছে হ্যাকাররা। তথ্য হাতিয়ে নিচ্ছে ডিভাইস থেকে। গুগলের স্মার্টফোন প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েডের নিরাপত্তা পর্যবেক্ষণকারী 'অ্যান্ড্রয়েড পুলিশে'র সাম্প্রতিক এক প্রতিবেদনেও পাসওয়ার্ড চুরিতে সক্ষম ম্যালওয়্যার যুক্ত থাকার ব্যাপারে সতর্ক করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ করে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ বিপজ্জনক ম্যালওয়্যারযুক্ত ইউটিউব ভিডিও লিংক ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে গুগল অ্যাডস (গুগলের বিজ্ঞাপন) সেবাতেও গ্রাহকদের প্রতারিত হওয়ার বড় ঝুঁকি তৈরি হয়েছে। অর্থাৎ, মূল্য পরিশোধের জন্য সংযুক্ত গ্রাহকের ক্রেডিড কার্ড থেকে অর্থ চুরি হওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে।