দাম বাড়ানোর পরও কাটেনি ভোজ্যতেলের সংকট। নতুন দাম লেখা দু-একটি কোম্পানির পাঁচ লিটারের বোতল বাজারে মিললেও এক বা দুই লিটার বোতলের দেখা নেই এখনও। এদিকে পুরোনো বোতলে লেখা দাম মুছে কেউ কেউ নতুন দরে তেল বিক্রি করছেন। কেউ কেউ পাঁচ লিটারের বোতল খুলে বেশি দামে খুচরা তেল বিক্রিতে মজেছেন। গতকাল রোববার রাজধানীর কারওয়ান বাজার, নাখালপাড়া ও মগবাজার এলাকা ঘুরে এসব তথ্য জানা গেছে।
মগবাজার থেকে কারওয়ান বাজারে সয়াবিন তেল কিনতে এসেছেন দিনমজুর শাহ আলম। তিনি বলেন, মগবাজার এলাকায় তিন থেকে চার দিন ধরে তেল পাচ্ছি না। এ কারণে কারওয়ান বাজারে তেল কিনতে এসেছি। তিনি আক্ষেপ করে বলেন, কারওয়ান বাজারে গরিবের এক ও দুই লিটারের তেলের বোতল নাই। আছে বড় লোকদের জন্য পাঁচ লিটারের বোতল। এক হাজার টাকায় পাঁচ লিটারের বোতল কেনার সামর্থ্য নাই আমার মতো গরিবের।