ঈদ চলে গেছে। দামও বাড়ানো হয়েছে। বোতলজাত তেলে লিটারে ৩৮ টাকা আর খোলা তেলে লিটারে ৪৪ টাকা দাম বাড়ানোর পরেও ব্যবসায়ীরা বাজারে তেল সরবরাহ করছে না। একে অপরের ওপর দায় চাপিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে কবে নাগাদ বাজারে সয়াবিন এবং পামতেল সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে—তা কেউই জানেন না।
বলতেও চাচ্ছেন না। অপরদিকে বাজারে ভোজ্যতেলের এই সংকট সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এমন পরিস্থিতিতে আগামীকাল সোমবার (৯ মে) সকাল ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজার ব্যবস্থাপনা বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রণালয়ের সূত্রে এমন তথ্য জানা গেছে।