দোকান খালি, মালিকের বাড়িতে ২৩২৮ লিটার সয়াবিন তেল!

যুগান্তর প্রকাশিত: ০৮ মে ২০২২, ২০:১৪

সারা দেশে ভোজ্যতেলের জন্য হাহাকার চলছে। শহরে পাওয়া গেলেও উপজেলা পর্যায়ে ও গ্রামাঞ্চলে খুচরা দোকানে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল। অনেক ব্যবসায়ী ভোজ্যতেল বিক্রি বন্ধ রেখে মজুদ করে রেখেছেন।



অনেক দোকানে তেল পাওয়া না গেলেও মালিকের বাড়িতে তেলের মজুদ পাওয়া যায়। চট্টগ্রামের ফটিকছড়িতে আকতার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার বাগানবাজারের দক্ষিণ গজারিয়া গ্রামের ব্যবসায়ী আকতারের বাড়িতে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর।


তিনি বলেন, অভিযান চালিয়ে আকতার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়ির একটি কক্ষ থেকে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us