তামাক সেবন ও ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এর উৎস তামাক পাতা চাষ থেকে শুরু করে তামাক পণ্য উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপই জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপানকারী ও তামাক পণ্য উৎপাদন প্রক্রিয়ায় জড়িতরা শারীরিক ও মানসিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনই তার আশপাশের মানুষও পরোক্ষভাবে ক্ষতির শিকার হন। তামাকমুক্ত দেশ গঠনে ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার আইন প্রণয়ন করা হলেও এটি যথেষ্ট নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আইনের দুর্বল দিকগুলো সংশোধনের মাধ্যমে শক্তিশালী করে বাস্তবায়নে কঠোর হওয়া প্রয়োজন। অন্যথায় তামাকের ব্যবহার বন্ধ করা সম্ভব নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, তামাক ব্যবহারের কারণে হৃদরোগ, স্ট্রোক, বিভিন্ন ধরনের ক্যান্সার, ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ (সিওপিডি, অ্যাজমা), ডায়াবেটিস রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সারাবিশ্বে বছরে ৮০ লাখেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেন। এরমধ্যে ১২ লাখেরও বেশি অধূমপায়ী বা পরোক্ষ ধূমপানের কারণে মারা যান, যার অধিকাংশই শিশু ও নারী।