কড়া রোদে ত্বক যাতে পুড়ে না যায়, সেজন্য অনেকেই সানস্ক্রিন ব্যবহার করছেন। কিন্তু সানস্ক্রিন মাখলেই কারও কারও ঘাম শুরু হয়। এজন্য কেউ কেউ আবার সানস্ক্রিন মাখাই ছেড়ে দেন। তবে চাইলেই এই সমস্যা সহজে দূর করা যায়। যেমন-
১. রোদে বের হওয়ার অন্তত ১৫ মিনিট আগে সানস্ক্রিন মেখে নিন। প্রয়োজনে সানস্ক্রিন মেখে ফ্যানের হাওয়ায় মুখ শুকিয়ে নিন। দেখবেন অসুবিধা হবে না।
২. সঠিক এফপিএফ দেখেই সানস্ক্রিন কিনুন। বেশি এসপিএফ মানেই ভাল, তা কিন্তু একেবারেই নয়। বরং স্থানীয় তাপমাত্রা অনুযায়ী, এসপিএফযুক্ত সানস্ক্রিন হলেই কাজ হবে।
৩. সানস্ক্রিনের সঙ্গে কয়েক ফোঁটা পানি মিশিয়ে নিন। চাইলে গোলাপ জলও মিশিয়ে নিতে পারেন। তারপর শরীরের নানা অংশে লাগিয়ে নিন। পানি শরীরের রোমকূপকে ঠান্ডা রাখে। সেই সঙ্গে সানস্ক্রিনের মধ্যে থাকা রাসায়নিকের ঘনত্বকেও অনেকটা লঘু করে দেবে। ফলে ঘাম কম হবে।
৪. ত্বকের প্রকৃতি তৈলাক্ত হলে খুব বেশি ঘাম হয়। সে ক্ষেত্রে সোয়েট ফ্রি কিংবা ম্যাটিফাইং সানস্ক্রিন ব্যবহার করুন। ব্যবহার করতে পারেন সানস্ক্রিন জেল বা স্প্রে। এতে ঘাম কম হবে।