রান্নার সময় বাঁচাতে অনেকেই প্রেসার কুকার ব্যবহার করেন। তবে প্রেসার কুকারে রান্না করার সময় কয়েকটি জিনিস মাথায় রাখা অত্যন্ত জরুরি, তা না হলে যেকোন মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
প্রেসার কুকার ব্যবহারের ক্ষেত্রে যা করণীয়-
১. নিয়মিত প্রেসার কুকার পরিষ্কার করুন। প্রেসার কুকারের মধ্যে কোথাও, কোনও ফাটল যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখুন।
২. রান্না করার আগে এবং পরে প্রেসার কুকার অবশ্যই পরিষ্কার করুন। দেখে নিন প্রেসার কুকারের সিটির জায়গাটি যেন পরিষ্কার থাকে।
৩. প্রেসার কুকারে রান্না করার সময় পর্যাপ্ত পরিমাণে পানির প্রয়োজন হয়। কারণ সেই পানি থেকে বাষ্প তৈরি করেই প্রেসার কুকারে রান্না হয়। তাই রান্না করার সময় এই দিকটাও খেয়াল রাখবেন। প্রেসার কুকারে কতটা পরিমাণে পানি দেবেন, সেদিকে খেয়াল রাখতে হবে।
৪. চুলা বন্ধ করে দেওয়ার পর প্রেসার কুকারটি ঠান্ডা করার জন্য রেখে দিন। তাহলে ধীরে ধীরে বাষ্প বেরিয়ে গেলে তা স্বাভাবিক অবস্থায় চলে আসবে। ঢাকনার উপরে ঠান্ডা পানি ঢেলে দিন। তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিন। না হলে বড় বিপদ হতে পারে।