পান পাতার অজস্র গুণ। প্রদাহ কমানো থেকে সর্দি-কাশি উপশম, শারীরিক নানা সমস্যার দাওয়াই পান পাতা। তা ছাড়া হজমে সাহায্য করার অতিপরিচিত গুণ তো আছেই। সে কারণেই তো এত দিন ধরে ভোজের পর পান খাওয়ানোর চল।
তবে জানেন কি রূপচর্চাতেও পানের জুড়ি মেলা ভার? গরমের দিনে ত্বকের হাজার একটা সমস্যা লেগেই থাকে। হাজার হাজার টাকা খরচ করে নানা দেশি-বিদেশি প্রসাধনী ব্যবহার না করে বরং ত্বক-চুলের যত্নে পান পাতাকে কাজে লাগান। পকেটে টানও কম পড়বে, পাশাপাশি ত্বকের জেল্লা বাড়বে এবং কমবে চুল পড়ার সমস্যাও।
১) রোজ কাজ শেষ করে বাড়ি ফিরে পান পাতা ভেজানো জল দিয়ে মুখ ধোয়ার অভ্যাস করুন। প্রাকৃতিক ক্লিনজার হিসেবে পান পাতা দারুণ কাজ করে। ত্বকে জমে থাকা ধুলো-ময়লা পরিষ্কার না করলে ত্বকের বারোটা বাজে। এ ক্ষেত্রে পান পাত ভিজোনো জল ক্লিনজার হিসেবে ব্যবহার করুন।
২) রোদে বেরিয়ে মুখে লাল দাগ হয়েছে? তাতেও সাহায্য করতে পারে পান। পান পাতা দিয়ে জল ফুটিয়ে নিন। সেই জল ঠান্ডা করে মুখে লাগিয়ে নিলে লালচে ভাব থেকে মুক্তি পাওয়া যাবে।