কঙ্গনা রানাউতের ‘লক আপ’ এমনই এক মঞ্চ যেখানে মনের গ্লানি উজাড় করে দেওয়া যায়। এখানে জেতার চাবিই হলো যন্ত্রণার কথা বলা, গোপন কিছু বলা। সেখানেই নিজের জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কথা জানালেন পুনম পাণ্ডে।
এ অভিনেত্রী জানান, দীর্ঘদিন ধরে কোনও গন্ধ পান না তিনি। আশেপাশে বন্ধু-বান্ধব থাকলে তাদের জিজ্ঞেস করে জেনে নেন কোনটার গন্ধ কেমন।