ফের বাড়তে শুরু করেছে করোনা। দেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে প্রায় ৩ হাজার। আর এর মধ্যেই চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে ইতিমধ্যেই দেশের কিছু রাজ্যে বেড়েছে সংক্রমণ। এই সংক্রমণ বেড়েছে ছোটদের মধ্যেও। তাই সকলকেই সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা।
আসলে করোনার এই বাড়বাড়ন্তের মধ্যে শরীর ঠিক রাখতে চাইলে বাড়িয়ে নিতে হবে ইমিউনিটি (Immunity)। এক্ষেত্রে ইমিউনিটি হল শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা। অর্থাৎ বাইরে থেকে কোনও জীবাণু হামলা চালালে শরীরের এই সৈন্য বাহিনী যুদ্ধে নামে। তারপর এই সৈন্যরা যুদ্ধে জিত গেলে রোগ হয় না। আর হেরে গেলে রোগ হয়। এবার করোনার মতো ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে গেলে এই সৈন্যদলকে অবশ্যই জিততে হবে। নইলে বাঁচা সম্ভব হবে না। তাই প্রতিটি মানুষকে সতর্ক হয়ে বাড়িয়ে নিতে হবে ইমিউনিটি।