'মা' পদবিধারী জনৈক ব্যক্তিকে আটকের খবর প্রকাশের পর চীনা ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবার শেয়ার ৯ দশমিক ৪ শতাংশ নিচে নেমে গেছে। আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা টেক বিলিয়নিয়ার জ্যাক মা'র নামের সাথে মিল থাকার পাশাপাশি, ওই ব্যক্তি আটকও হয়েছেন হ্যাংঝু রাজ্যে, যেখানে আলিবাবার সদর দপ্তর অবস্থিত। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানায় দেশটির সরকারি গণমাধ্যম।
চীনা সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভি সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল সন্দেহভাজন ওই ব্যক্তিকে 'বাধ্যতামূলক পদক্ষেপ'-এর আওতায় ফেলা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, বিচ্ছিন্নতাবাদ এবং সরকার পতনের উস্কানি দিতে তিনি চীনবিরোধী বিদেশি শক্তির সাথে আঁতাত করেছেন।
এক লাইনের ওই প্রতিবেদনটি মুহূর্তে লুফে নেয় দেশটির অন্যান্য গণমাধ্যম এবং অসংখ্য চীনা সংবাদমাধ্যমে এটি প্রচারিত হয়। ফলে হংকংজুড়ে আতঙ্ক সৃষ্টি হয় এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই আলিবাবার বাজারমূল্য ২৬ বিলিয়ন ডলার কমে যায়। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এই ক্ষতির পরিমাণ ২ লাখ ২৩ হাজার ৭৮৯ কোটি টাকা!