কুতুবদিয়ার কাছে গভীর সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়ে ডুবতে বসেছিল ১১৫৬ টিইইউএস কনটেইনার বোঝাই ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি হেইনান সিটি’ জাহাজ।
শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটিকে উদ্ধার করে চট্টগ্রাম বন্দর এলাকায় আনা হয়েছে।
বেসরকারি কর্ণফুলী ড্রাইডক জেটিতে বুধবার বিকালে জাহাজটি নোঙর করানো হয় বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।
বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, জাহাজটির বেশিরভাগ কনটেইনারই রপ্তানি পণ্যভর্তি। এটি উদ্ধার করে জেটিতে ভিড়িয়ে প্রায় ৮০০ কোটি টাকার মতো পণ্য রক্ষা করা গেছে।