সত্তরের দশকের শেষভাগে চলচ্চিত্রে নাম লেখানোর পর আশির দশকে ‘বংশধর’ সিনেমায় জুটি বেঁধে আলোচনায় এসেছিলেন ইলিয়াস কাঞ্চন ও রোজিনা; পরপর কয়েকটি রোমান্টিক সিনেমায় অভিনয়ের পর সংবাদমাধ্যমে তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।
ঢাকাই সিনেমার প্রতিষ্ঠা পেতে সংগ্রামের মধ্যেই আশির দশকে এমন গুঞ্জনের খবরে ‘ভয়’ পাওয়ার কথা জানালেন ইলিয়াস কাঞ্চন।
বন্ধু রোজিনার আমন্ত্রণে সম্প্রতি তার রাজবাড়ির বাসায় গিয়ে তাকে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন; সহকর্মী থেকে বন্ধু হয়ে ওঠলেন কবে?-এমন প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, “সাংবাদিকরা বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত করেছিল। আমি খুব লাজুক ছিলাম। যখন নিউজ হলো যে, ওর (রোজিনা) সঙ্গে আমার প্রেম চলতেছে।
“বিশ্বাস করেন, তারপর থেকে ও এই দিকে গেলে আমি ওই দিক দিয়ে যেতাম। এটা ক্ষতি হয়েছে কিন্তু। আমি আসলে অভ্যস্ত না। ভয় পেয়েছিলাম।”
গুঞ্জন নিয়ে ‘ভয়’ পাওয়ার কারণ হিসেবে নির্মাতা সুভাষ দত্তের পরামর্শের কথা সামনে এনে কাঞ্চন বলেন, “তিনি আমাকে বলেছিল, ‘খবরদার প্রেমে পড়িস না। তাহলে কিন্তু আর নায়ক হতে পারবি না’।