দুর্ঘটনায় পড়ে প্রায় ডুবতে বসেছিল জাহাজটি। এক পাশে পানি ঢুকে সাত ডিগ্রি কাত হয়ে গিয়েছিল জাহাজটি। তাতে ঝড়ে বা প্রবল ঢেউয়ে যেকোনো সময় ডুবে যাওয়ার শঙ্কা ছিল। এমন অবস্থায় জাহাজটিকে বিশেষ ব্যবস্থায় বঙ্গোপসাগর থেকে উদ্ধার করে জেটিতে নিয়ে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বুধবার ছয়টি বিশেষ জলযানের সহযোগিতায় বেসরকারি কর্ণফুলী ড্রাই ডক জেটিতে ভেড়ানো হয় দুর্ঘটনাকবলিত জাহাজটি।
বন্দরের সাহসী এ উদ্যোগে শুধু জাহাজটিই রক্ষা পায়নি, প্রায় ৮০০ কোটি টাকার রপ্তানি পণ্যও রক্ষা পেয়েছে। আবার জাহাজটি ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ায় বন্দরের জলসীমাও নিরাপদ হয়েছে। ভিয়েতনামের একটি কোম্পানির মালিকানাধীন জাহাজটির নাম এমভি হাইয়ান সিটি। আর জাহাজটিতে বাংলাদেশের রপ্তানি পণ্য ছিল।