কোহলি-শাস্ত্রির কারণে ২০১৯ বিশ্বকাপ খেলতে পেরেছেন ধোনি!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ মে ২০২২, ২০:৫০

ভারতের তো বটেই, ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে অবসর নিয়েছেন যুবরাজ সিং। তবে ক্যারিয়ারের শেষ দিকের সময়টা মোটেও মসৃণ ছিল না যুবরাজের। ২০১১ সালের বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করে টুর্নামেন্টসেরা খেলোয়াড় হন তিনি। এরপর আক্রান্ত হন ক্যানসারে।


সেখান থেকে সুস্থ হয়ে মাঠে ফিরলেও, আর জাতীয় দলে নিয়মিত হতে পারেননি এ বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। এই সময়ে প্রায়ই জোরালো সব মন্তব্য করেছেন যুবরাজ। বিশেষ করে ক্যারিয়ারের শেষ দিকে কারও কাছ থেকে সমর্থন না পাওয়ার অভিযোগও করেছেন তিনি। আরও একবার যুবরাজের মুখ থেকে শোনা গেলো এমন মন্তব্য। এবার তিনি দাবি করছেন মূলত অধিনায়ক বিরাট কোহলি ও হেড কোচ রবি শাস্ত্রির কারণেই ২০১৯ সালের বিশ্বকাপটি খেলতে পেরেছেন মহেন্দ্র সিং ধোনি। এ উইকেটরক্ষক ব্যাটার যতটা সমর্থন পেয়েছেন, তা অন্যরা পান না বলেই দাবি যুবরাজের। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us