খুচরা বিক্রেতারা বলছেন, রোজার শুরু থেকেই তারা চাহিদা অনুযায়ী সয়াবিন তেল পাচ্ছেন না। পাঁচ লিটার তেলের বোতল পাওয়া যায় না। এক ও দুই লিটার অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে, তাও দাম বেশি।
বেসরকারি চাকরিজীবী আব্দুল মালেক। মুগদা বাজার থেকে মাসের সদাই করেন। ঈদের পরদিন বুধবার সয়াবিন তেল কিনতে বাজারে যান। কয়েকটি দোকান ঘুরেছেন কিন্তু তেল পাননি তিনি। পরে এক দোকানে পান এক লিটারের পুষ্টি তেলের বোতল। দোকানি দাম চেয়েছে ২০০ টাকা। উপায় না থাকায় ২০০ টাকাতেই এক লিটার তেল কিনে বাড়ি ফিরেছেন।