শ্রীলঙ্কার নতুন পার্লামেন্ট অধিবেশন আজ বুধবার থেকে শুরু হচ্ছে। এ অধিবেশন সামনে রেখে গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও তাঁর ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে বিরোধী দল সমাগি জন বালাবেগায়া (এসজেবি)। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এসজেবির জেনারেল সেক্রেটারি রঞ্জিত মাদ্দুমা বন্দরা বলেন, দলের নেতারা গতকাল স্পিকারের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেছেন। স্পিকারের কাছে দুটি অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন তাঁরা। প্রথম প্রস্তাবটি সংবিধানের ৪২ অনুচ্ছেদের আওতায় প্রেসিডেন্টের বিরুদ্ধে এবং অপর প্রস্তাবটি সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে জমা দেওয়া হয়েছে।