ঈদে সবাই পরিবারের সদস্যদের নিয়ে হই-হুল্লোড় করে দিনটি পার করছেন। এর ব্যতিক্রমও আছে, বেশ কয়েকটি পেশার মানুষের ক্ষেত্রে। ঈদের দিনেও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ মেলে না তাদের। বিশেষ দিনগুলোতেও অফিস কিংবা অফিসের বাইরে ডিউটি করতে হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী, চিকিৎসা সেবায় নিয়োজিতরা, গণমাধ্যমকর্মী, সিকিউরিটি গার্ড, শ্রমজীবী মানুষ, পরিচ্ছন্নতাকর্মীসহ জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটানোর তেমন সৌভাগ্য হয়ে ওঠে না। ঈদের দিন অফিস শেষে যে সময়টুকু পাওয়া যায়, স্বজনদের নিয়ে সেটাই উপভোগ করেন তারা। তবে এ নিয়ে কারও মনে ক্ষোভ নেই। জনসাধারণের সেবায় কাজ করতে পারছেন, সেটাই তাদের সবচেয়ে সন্তুষ্টির বিষয়।
এমন কয়েকটি পেশা রয়েছে, যাদের অফিস কিংবা ডিউটি করতে হয় বিভিন্ন উৎসবগুলোকে কেন্দ্র করে। নিজেদের কাজের তাগিদেই আনন্দ-উৎসবকে আড়াল করে ঈদের সকালে ডিউটিতে যান তারা। এভাবেই কেটে যাচ্ছে তাদের চাকরি জীবন।