রাজ–পরীর ঈদ

প্রথম আলো প্রকাশিত: ০৩ মে ২০২২, ১৭:০৯

রাবেয়া ও রমিজের কবে দেখা হয়েছিল? প্রথম দেখাতেই কি নীরবে এসেছিল প্রেম? সিনেমার প্রেম দেখেই কি বাস্তবে প্রেমে উদ্বুদ্ধ হয়েছিলেন তাঁরা? প্রশ্নের পর প্রশ্ন। শুরুতেই এত প্রশ্নের ধাক্কায় তাঁরা নাকাল হবেন কি, আলাদা আলাদাভাবে দুজনকে যখন ফোন করা হলো, ফোনের ও প্রান্ত থেকে দুজনের কণ্ঠেই হাসির শব্দ শোনা গেল।


সিনেমার চেয়ে বেশি বাস্তব রাবেয়া–রমিজের প্রেমকাহিনি। মজার ব্যাপার হলো, রাবেয়া–রমিজ আদতে সিনেমারই চরিত্র। চরকির প্রযোজনায় গিয়াস উদ্দীন সেলিম পরিচালিত গুণিন চলচ্চিত্রে প্রথম দেখাতেই প্রেম হয়ে গিয়েছিল গ্রামের তরুণ–তরুণী রাবেয়া ও রমিজের। একইভাবে সিনেমায় এই রাবেয়া ও রমিজ চরিত্র রূপদানকারী পরীমনি ও শরিফুল রাজও প্রথম দেখাতেই একে অপরের ভেতর ডুবে গিয়ে নিজেদের নির্ভরতার চাবি খুঁজে পেয়েছিলেন পরস্পরের চোখে। বছরখানেক আগেও পরীমনি ও রাজ একে অন্যের কাছে ছিলেন একেবারেই অপরিচিত। তবে এখন একই ছাদের নিচে বসে দুজনই গেয়ে চলেছেন, ‘আমি তোমারে পেয়েছি অজানা সাধনে।’ এই দুই তারকার কাছে আসার গল্প সিনেমাকেও হার মানায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us