ভারতে মঙ্গলবার (৩ মে) পালিত হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর। আর এই উৎসবের মধ্যেই দেশটির রাজস্থান রাজ্যে দু’টি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
মূলত ধর্মীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে সোমবার (২ মে) রাতে উত্তাপ ছড়ায়। আগের রাতের সেই সংঘাতের পর মঙ্গলবার সকালে ফের সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।