৭০ ডিম দিয়েছে খানজাহান আলী মাজার দীঘির কুমির পিলপিল

সমকাল প্রকাশিত: ০৩ মে ২০২২, ১১:৫০

বাগেরহাটের খানজাহান আলী (রহ:) এর মাজার সংলগ্ন দীঘির কুমির 'পিলপিল' ডিম দিয়েছে। মাজারের পূর্ব ঘাটে বিনা ফকিরের বাড়ি সংলগ্ন পাড়ে গর্তের মধ্যে ডিম দিয়েছে কুমিরটি। ডিমগুলো ফোটানোর জন্য ডিমে তা দিচ্ছে মা কুমিরটি। তবে এই ডিমে বাচ্চা ফোটা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। কারণ বিগত বছর কয়েকবার ডিম দিলেও এই কুমিরের কোনো বাচ্চা ফোটেনি।


স্থানীয় তথ্যমতে, প্রায় মাস খানেক আগে কুমিরটি বিনার ঘাট সংলগ্ন পাড়ে ডিম পেড়ে তা দিয়ে বসেছে। তবে বিষয়টি কয়েকদিন আগে জানতে পেরেছেন মাজারের ফকিররা। এবার মা কুমিরটি দীঘির পূর্ব পাড়ে গর্ত খুঁড়ে ৭০টির মতো ডিম পেড়েছে। ডিম পাড়ার খবরে দর্শনার্থীও বেড়েছে মাজারে। দর্শনার্থী কেউ কাছে গেলেই তেড়ে আসছে কুমিরটি। কুমিরটির অবস্থানের আশপাশ বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন মাজারের খাদেমরা।


বিনা ফকির বলেন, ‌'আমার বাড়ির পাশে কুমিরটি ডিম পেড়েছে। তিন মাস এখানে থাকবে। এসময় ডাঙ্গায়ই খাবার দিতে হয়। মুরগির মাংস পিস পিস করে দেই, তা ও খায়। পানিতে ওর কোনো খাবার নেই। তবে এত কষ্ট করে ও ডিমে তা দেয়, কিন্তু বাচ্চা ফুটে বের হয় না। এটার জন্য আমার খারাপ লাগে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us