সিলেটে শাহী ঈদগাহের জামাতে লাখো মুসল্লি

সমকাল প্রকাশিত: ০৩ মে ২০২২, ১১:১৮

সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করলেন লক্ষাধিক মুসল্লি। 


সোমবার সকাল সাড়ে ৮টায় নগরীতে ঈদের প্রধান জামাতে ইমামতি বরুণার পীর মাওলানা রশীদুর রহমান ফারুক। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং শাহী ঈদগাহের মোতাওয়াল্লী জহির বক্ত নামাজের আগে আগত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে সোমবার ফজরের নামাজের পর থেকেই মুসল্লিরা জমায়েত হতে থাকেন।


মহামারি করোনাভাইরাসের জন্য দুই বছর পর নগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হলো। ফলে ঈদের জামাতে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। ঈদগাহের মূল মাঠ ছাড়িয়ে আশ-পাশের রাস্তাগুলোতেও হাজারো মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ঈদের জামাত আদায় করেন। 


ঈদের নামাজ শেষে বরুণার পীর দেশ-জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে মোনাজাত করেন। এসময় সদ্য প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফেরাত কামনা করা হয়। নামাজ শেষে কোলাকুলি করেন মুসল্লিরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us