ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পুকুরে ডুবে এক পরিবারের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার মাদলা গ্রামে সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান।
নিহত সুমাইয়া (৭) ও লাবনী (৬) ওই গ্রামের য়থাক্রমে আমজাদ মোল্লা ও লিটন মোল্লার মেয়ে।