নওয়াজের সাজা স্থগিতের কথা ভাবছে পাকিস্তানের সরকার: ডন

প্রথম আলো প্রকাশিত: ০২ মে ২০২২, ১৯:৩০

ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলটির সর্বোচ্চ নেতা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাজা বাতিল অথবা স্থগিত করার বিষয়টি বিবেচনা করছে। এ ক্ষেত্রে ফেডারেল ও প্রাদেশিক সরকারের আইনি বিধান প্রয়োগ করা হবে। একটি বেসরকারি টিভি চ্যানেলের বরাত দিয়ে ডন এ কথা জানিয়েছে।


ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ খান একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেন, কোনো অভিযুক্ত ব্যক্তির সাজা বাতিল ও স্থগিত করা এবং এর আগে ‘ভুলভাবে’ দণ্ডিত হলে তাঁর মামলা একটি আদালতে নতুন করে শুনানির সুযোগ করে দেওয়ার ক্ষমতা ফেডারেল ও পাঞ্জাব প্রাদেশিক সরকার উভয়ের আছে। তিনি বলেন, এই বিধান পিএমএল-এন সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ ও অন্যদের ক্ষেত্রে প্রয়োগ করা হতে পারে। তবে তিনি বলেন, নিজের স্বাস্থ্যগত অবস্থার ওপর ভিত্তি করে দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন নওয়াজ শরিফ। চিকিৎসার কথা বলে ২০১৯ সালে লন্ডনে গিয়ে স্বেচ্ছানির্বাসিত জীবনযাপন করছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us