রাজনৈতিকভাবে শীতল সম্পর্কের কারণে ২০১২-১৩ সালের পর থেকে পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বি-পাক্ষিক সিরিজ খেলেনি ভারত। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বারবার চেষ্টা করা সত্ত্বেও তাদের সঙ্গে সিরিজ খেলতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
এমনকি পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব দিলেও তাতে রাজি হয়নি ভারত। অথচ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান তৌকির জিয়া হঠাৎ করেই নতুন তত্ব নিয়ে হাজির হলেন।
তিনি দাবি করছেন, ভারত কখনো পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে অস্বীকার করেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তৌকির জিয়া বললেন, ‘বিসিসিআই কখনোই আমাদের (পাকিস্তানের) বিরুদ্ধে খেলতে অস্বীকার করেনি। সমস্যাটি সরকারি স্তরে। উভয় দেশের ক্রিকেট বোর্ড বর্তমানে সাবেক ক্রিকেটারদের দ্বারা পরিচালিত হয়, যারা পাকিস্তান-ভারত ম্যাচের গুরুত্ব বোঝেন।