কেউ যদি ভ্যাকসিন বা টিকা নিতে না চান, তাহলে তাকে সেটি নিতে বাধ্য করা যাবে না। সোমবার (২ মে) ভারতের কেন্দ্রীয় সরকারকে এমনই নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ মানুষের ভ্যাকসিন নিতে অস্বীকার করার অধিকার রয়েছে বলেও জানিয়েছে আদালত।
একইসঙ্গে বিভিন্ন ভ্যাকসিন নেননি এমন মানুষকে বিধি-নিষেধের আওতায় রাখা ঠিক নয় বলেও মত দিয়েছে প্রতিবেশী দেশটির শীর্ষ আদালত। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।