পরশু শ্রীলঙ্কার পার্লামেন্ট অধিবেশন, আসতে পারে অনাস্থা প্রস্তাব

প্রথম আলো প্রকাশিত: ০২ মে ২০২২, ১১:৩৪

চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে আগামী বুধবার শ্রীলঙ্কার পার্লামেন্ট অধিবেশন শুরু হতে যাচ্ছে। এ অধিবেশনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে। শ্রীলঙ্কার বিরোধী দল সমাগি জন বালাবেগায়া (এসজিবি) নেতা সাজিদ প্রেমাদাসা গত শনিবার এমন ইঙ্গিত দিয়েছেন। খবর এএনআইয়ের।


গত ১১ এপ্রিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে অভিশংসন ও দেশটির সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের আবেদনে স্বাক্ষর করেছেন সাজিদ প্রেমাদাসা। কলম্বো পেজের খবর অনুযায়ী, গত শনিবার নিজ দল আয়োজিত এক কর্মসূচিতে প্রেমাদাসা বলেছেন, পার্লামেন্টের পরবর্তী অধিবেশনে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন হতে পারে। আর বুধবার সে অধিবেশন শুরু হতে যাচ্ছে।


গত ৩০ এপ্রিল পার্লামেন্টের ডেপুটি স্পিকার রঞ্জিত সিয়ামবালাপিতিয়া পদত্যাগ করেন। কলম্বো পেজের খবর অনুযায়ী, আগামী বুধবার পার্লামেন্টের অধিবেশনে নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত করার কথা রয়েছে।


শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির (এসএলএফপি) পার্লামেন্ট সদস্য রঞ্জিত সিয়ামবালাপিতিয়া তাঁর দলের সিদ্ধান্ত অনুসারেই ডেপুটি স্পিকারের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এই শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি একসময় জোট সরকারের অংশ ছিল। পরে মাহিন্দা রাজাপক্ষের নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয় তারা।


সূত্রের বরাতে কলম্বো পেজ জানিয়েছে, শ্রীলঙ্কার ক্ষমতাসীন দল পদুজানা পেরামুনা (এসএলপিপি) ডেপুটি স্পিকার পদে দিলান পেরেরাকে মনোনীত করতে চাইছে। প্রধান বিরোধী দল এসজিবি তা চায় না।


ঋণে জর্জরিত শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনকভাবে কম। এ জন্য জ্বালানিসহ অন্যান্য পণ্য আমদানির মূল্য পরিশোধ করতে পারছে না দেশটি। ঘণ্টার পর ঘণ্টা মানুষ বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন। মূল্যস্ফীতি মাত্রা ছাড়িয়েছে। বাজারে পণ্য নেই। তাই কারফিউ উপেক্ষা করে মানুষ রাস্তায় রাস্তায় স্বতঃস্ফূর্ত বিক্ষোভে নেমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us