ঝুঁকি নিয়ে পিকআপে ঈদযাত্রা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০২ মে ২০২২, ০৯:৪৭

এরশাদ আলী, প্রায় ৭ বছর ধরে রাজধানীতে রিকশা চালান। দুই ছেলে-মেয়ে আর স্ত্রীকে নিয়ে কড়াইল বস্তিতে থাকছেন ৩ বছরের কিছু বেশি সময় ধরে। কড়াইল বস্তির এক ঘরে এরশাদ আলী সংসার। একদিন পরেই ঈদ, তাই গত কয়েকদিন ধরে পরিশ্রম একটু বেশিই করেছেন তিনি। কারণ গত দুই বছর ঢাকায় ছিলেন, এবার ঈদে বাড়ি যাবেন। বাড়িতে অপেক্ষায় থাকা বাবা-মা, ছোট ভাই, বোন, ভাইয়ের স্ত্রী, ভাইয়ের ছেলে সবাইকে ঈদে পোশাক কিনে দেবেন।


স্ত্রী, সন্তানদের সঙ্গে পরামর্শ করে ঈদে গ্রামের বাড়ি ময়মনসিংহ যাওয়ার সময় নির্ধারণ করেছেন ঈদের আগের দিন রাত। কিন্তু কড়াইল বস্তিতে অন্য যাদের বাড়ি ময়মনসিংহ তাদের কাছ থেকে শুনেছেন, মহাখালী থেকে ময়মনসিংহ যেতে বাস ভাড়া বেড়ে গেছে, ৭০০/৮০০ যার কাছে যত পাওয়া যায় আদায় করছে।


রমজান মাসজুড়ে অতিরিক্ত সময় রিকশা চালিয়ে যে টাকা এরশাদ আলী আয় করেছেন তার বেশিরভাগ দিয়েই পরিবারের সদস্যদের জন্য ঈদের পোশাক কিনেছেন। সব মিলিয়ে বাড়িতে গিয়ে ঈদ করা, ঈদের বাজার আর ঢাকায় ফিরে আসার অল্প কিছু টাকা আছে এরশাদ আলীর কাছে। সবমিলয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। এরইমধ্যে বস্তির তার ভাড়া ঘরের দুই তিন ঘর পরে থাকা মজনু মিয়া তাকে জানায়  রাতে ময়মনসিংহ যাদের বাড়ি তাদের নিয়ে পিকআপ ছেড়ে যাবে, ভাড়া পড়বে জনপ্রতি ৫০০ টাকা করে। আর সেখানে বাচ্চাদের ভাড়া লাগবে না।


এমন খবর শুনে এরশাদ আলী রোববার (১ মে) রাতে শাহজাদপুরের পেছনের দিকে গুলশান ২ সংলগ্ন গুপিপাড়ার লেকপাড় রাস্তায় এসেছেন। এখানেই কথা হয় এরশাদ আলীর সঙ্গে। তিনি বলেন, বাসে ৭০০/৮০০ টাকা করে ভাড়া আদায় করছে, তাও আবার বেশিরভাগ বাসে সিট নেই। তাই যখন শুনলাম এখান থেকে পিকআপ যাবে তখন ব্যাগ-বোচকা নিয়ে পরিবারের সবাই মিলে চলে এলাম। কথা হয়েছে ৫০০ টাকা করে দুইজনের ভাড়া দিব আমরা। আমার মতো আরও ৩০/৪০ জন এই পিকআপের যাত্রী। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us