পোশাক শ্রমিকদের আবারও সড়ক অবরোধের চেষ্টা, আশুলিয়ায় ৮ কারখানা ছুটি ঘোষণা

আমাদের সময় প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯, ১২:০৮

টানা সাত দিন আন্দোলন শেষে সরকার বেতন কাঠমো বৃদ্ধি করার পরও বেশ কিছু কারখানার শ্রমিকরা কাজে ফিরতে শুরু করলেও আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানা থেকে বেরিয়ে এসে শ্রমিকরা আবারও সড়ক অবরোধের চেষ্টা করে।  তবে পুলিশ তাদের সড়ক থেকে সড়িয়ে দিয়েছে।শিল্প পুলিশ জানিয়েছে, আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার অন্তত আটটি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঢাকা-১ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি সানা সামিনুর রহমান বলেন, সকালে শ্রমিকরা স্ব স্ব কারখানায় কাজে যোগ দেয়। কিন্তু কিছুক্ষণ পর কয়েকটি কারখানার শ্রমিকরা ফের বের হয়ে এসে রাস্তা অবরোধের চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য গত নভেম্বরে ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামোর কয়েকটি গ্রেড নিয়ে আপত্তি জানিয়ে গত ৬ জানুয়ারি থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখিয়ে আসছিল ঢাকা ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us