কাল বা পরশু ঈদ। ইতিমধ্যে অধিকাংশ শিল্পকারখানায় ঈদের ছুটি শুরু হয়েছে। শ্রমিকদের বড় অংশই পরিবার–পরিজনের সঙ্গে ঈদ কাটাতে বাড়ির দিকে রওনা হয়েছে। তবে অন্যবারের মতো এবারও কয়েক হাজার শ্রমজীবী মানুষকে বেতন-ভাতা ছাড়া নিরানন্দ ঈদ কাটাতে হবে। তাঁদের মধ্যে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরাও আছেন।
আশুলিয়া-সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা ও কুমিল্লায় ৯ হাজার ১৭৬টি শিল্পকারখানা রয়েছে। তার মধ্যে তৈরি পোশাক ও বস্ত্র কারখানা কমপক্ষে ২ হাজার ৬৮৮। শিল্প পুলিশের তদারকিতে এই কারখানা রয়েছে। তার বাইরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় কয়েক হাজার শিল্পকারখানা রয়েছে।