২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। প্রথমে বাংলাদেশ ব্যাংক বিষয়টি গোপন রাখে। পরে জানাজানি হলে ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগ করেন। রিজার্ভ চুরির আগে থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও গভর্নর আতিউর রহমানের মধ্যে টানাপোড়েন চলছিল।
এই প্রেক্ষাপটে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বললেন, অর্থমন্ত্রীর একটা সাক্ষাৎকার নেওয়া যায় কি না। মুহিত ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের। সেই সম্পর্কের জোরে প্রতিবছর বাজেটের আগে আমরা তাঁর সাক্ষাৎকার নিতাম। তাঁর কাছে দাবি থাকত, বাজেটে দেশবাসীর জন্য যে সুসংবাদ থাকবে, তিনি যেন তা প্রথম আলোর পাঠকদের আগেই জানিয়ে দেন। কখনো তিনি আমাদের আবদার মেনে কিছু বলতেন, কখনো হো হো হাসি দিয়ে বলতেন, ‘কালকেই দেখতে পাবে।’