পরিবারের বাইরে ঈদকে নাকি ঠিক ‘ঈদ’ মনে হয় না অনেকের। সেটা যদি হয় দেশের বাইরে, ঈদের উৎসবের রং হয়ে যায় সাদা-কালো! ক্রিকেটারদের অবশ্য অনেক সময় দেশের বাইরে ঈদ করতে হয়। বাংলাদেশ নারী দলের দুই তারকা ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদের যেমন এই ঈদ কাটবে দুবাইয়ে।
এ নিয়ে চতুর্থবারের মতো দেশের বাইরে ঈদ করতে যাচ্ছেন রুমানা-জাহানারা। হংকং ক্রিকেট বোর্ডের সহযোগিতায় ১ মে থেকে দুবাইতে বসতে যাচ্ছে ‘ফেয়ার ব্রেক’ নামের নারীদের টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। ৩৫ দেশের নারী ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন জাহানারা-রুমানা। গতকাল দুবাইয়ে পৌঁছেও গেছেন তাঁরা। যাওয়ার আগে দেশে ও বিদেশে কাটানো ঈদের মিশ্র অভিজ্ঞতার কথা ভাগাভাগি করে নিয়েছেন তাঁরা।