শাকিব এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। পাঁচ মাসের বেশি সময় সেখানে আছেন। এদিকে ঈদে তাঁর অভিনীত ছবি মুক্তি ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে। প্রচার–প্রচারণার জন্য নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি আর পেজই আপাতত ভরসা। ভক্তরা না হয় ঈদে তাঁদের প্রিয় নায়কের ছবি দিয়ে ঈদ উদ্যাপনে শামিল হবেন। কিন্তু নিউইয়র্কে কীভাবে কাটবে এই ঢালিউড তারকার ঈদ, সেটাই জানার চেষ্টা করা হয়েছে।
শনিবার বাংলাদেশ সময় যখন বেলা দুইটা, তখন নিউইয়র্কের স্থানীয় সময় রাত চারটা। এরপরই কথা হয় তাঁর সঙ্গে। গত কয়েক দিন শোনা যাচ্ছিল দেশে ফিরছেন শাকিব। কিন্তু প্রথম আলোর সঙ্গে আলাপে জানালেন, আপাতত আসা সম্ভব হচ্ছে না। তাই এবার আর ঈদ ঢাকায় করা হচ্ছে না। তবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় থাকতে পারবেন, এমনটাই আশা তাঁর।
শাকিব খান জানালেন, কিছুদিন ধরে নিজের প্রতিষ্ঠানের নতুন চলচ্চিত্র রাজকুমার–এর শুটিং লোকেশন দেখায় ব্যস্ত ছিলেন। একই সঙ্গে বাংলাদেশে মুক্তি পাওয়া ছবিগুলোর দিকেও চোখ রাখছিলেন। এর মধ্যে জানতে পারলেন, বিদ্রোহী ছবিটি শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।