বাড়ি থেকে কাজের মরসুম প্রায় শেষ। রোজ অফিস যেতে হওয়া মানেই দাড়ি কাটা। আগের মতো যখন ইচ্ছা দাড়ি কাটলেন, এমন আর হচ্ছে না। রোজ ঝকঝকে চেহারায় অফিস যেতে হলে দাড়ি কাটতে হয়। কিন্তু রোজ দাড়ি কাটা মানেই ত্বকের উপর চোট পড়ার আশঙ্কা। কোনও কোনও দিন দাড়ি কাটার পর থেকেই ত্বকে জ্বালা ভাব তৈরি হয়। নিয়মিত এমন হলে তখন তার সমাধানও খোঁজা জরুরি।
কী ভাবে দাড়ি কাটার পর ত্বকের যত্ন নেবেন?
দাড়ি কাটার পরও ত্বক যাতে কোমল থাকে, তার জন্য যত্ন নেওয়া জরুরি। ব্লেড বাছাই থেকে দাড়ি কাটার পদ্ধতি, সব বিষয়েই হতে হবে সতর্ক। ত্বক যত শুষ্ক থাকবে, তত বেশি সমস্যা হবে দাড়ি কাটার সময়ে।
১) দাড়ি কাটার আগে কিছু সাধারণ প্রস্তুতি নিন। ত্বক যাতে দাড়ি কাটার সময়ে কোমল ও আর্দ্র থাকে, তার জন্য একটি ঘন ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। দাড়ি কাটার ঘণ্টা ৬ আগে ভাল ভাবে ময়শ্চারাইজার মাখুন।
২) দাড়ি খুব লম্বা হয়ে গেলে প্রথমেই ব্লেড চালাবেন না। বরং আগে কাঁচি দিয়ে কিছুটা ছেঁটে নিন। তা হলে বার বার এক জায়গায় ব্লেড চালাতে হবে না। ত্বকের উপর কম চাপ পড়বে।