শাহজালালে উড়োজাহাজে ময়লার পলিথিনে মিলল ৮ কেজি স্বর্ণ

প্রথম আলো প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ১৬:৪৯

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজে ময়লা ফেলার পলিথিন থেকে ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।


আজ শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ থেকে আসা বিএস ৩৪৬ ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিমানবন্দরে চোরাচালান রোধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম নজরদারি বাড়ায়। পরে শারজাহ থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।


ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেনটিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট ঢাকায় আসে। সেখানে ময়লা ফেলার পলিথিন থেকে ৭০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us