গুরু জেমসের সঙ্গে অন্য কারও গান প্রকাশ বেয়াদবি: সজল

প্রথম আলো প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ১৬:৩৩

চাঁদরাতে নতুন গান মুক্তি দেওয়ার যাবতীয় পরিকল্পনা করে রেখেছিলেন রিয়েলিটি শো পাওয়ার ভয়েসখ্যাত সজল। কিন্তু গত বৃহস্পতিবার জানতে পারলেন, বাংলাদেশি গানের প্রভাবশালী তারকা জেমসের নতুন গান প্রকাশিত হচ্ছে। এ ঘোষণার পর তাঁর ভক্তরাও জেনে গেছেন, দীর্ঘ ১২ বছর পর নতুন গান প্রকাশিত হতে যাচ্ছে। এ খবর জানতে পেরে ভীষণ উচ্ছ্বসিত তাঁকে অনুসরণকারী গায়কের মধ্যে অন্যতম সজল। এ খবরে শুধু উচ্ছ্বসিত নন, জেমসের সম্মানে নিজের গান মুক্তির তারিখও পিছিয়ে দিয়েছে।


সজলের ভাষায়, ‘গুরুর (জেমসকে গুরু বলেই মনে করেন সজল) গান আসছে। গুরুর গান যেদিন বের হবে, সেদিন আমার গান প্রকাশ করাটা বেয়াদবি মনে করছি। তাই গুরুর সম্মানে আমার সিদ্ধান্ত বদল করা।’


সজল বললেন, ‘চাঁদরাত উদ্‌যাপন করব গুরুর গানে। কারণ, আমরা গান গাইলেও আমরা তো তাঁর ভক্তও। দেশের একটা প্রজন্ম তো জানেই না, গুরুর নতুন গান প্রকাশের উন্মাদনা কেমন। এবার তাদেরও সেই অভিজ্ঞতা হতে যাচ্ছে। আমি মনে করি, ১২ বছর পর যেহেতু গুরুর গান প্রকাশিত হতে যাচ্ছে, ব্যক্তিগতভাবে আমার চাওয়া অন্য কারও গান যেন রিলিজ না হয়। আমরা সবাই মিলে উদ্‌যাপন করব। তাই আমার গাওয়া গানটি ঈদের পর মুক্তি দেব। এটা গুরুর প্রতি আমার সম্মান ও ভালোবাসা।’  


২০১২ সালে অনুষ্ঠিত ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সজল। এরপর নতুন গান প্রকাশের পাশাপাশি স্টেজ, টিভি লাইভেও দারুণ ব্যস্ত হয়ে পড়েন তিনি। মাঝে সজল খানিকটা আড়ালে থাকলেও আবারও এসেছেন আলোতে। চলতি বছর সব মাধ্যমেই সরব দেখা গেছে ভরাট কণ্ঠের গায়ককে। তাই ঈদের মতো উৎসবে প্রকাশ করতে যাচ্ছেন নতুন গান ‘আমি কেউ না’। এটি প্রকাশ হচ্ছে তাঁর ব্যান্ড ‘লায়ন্স’ থেকে।


সজল জানান, আজ থেকে ১২ বছর আগে বন্ধু অনিককে নিয়ে গানটির কথা লিখেছিলেন তিনি। সুর করেছিলেন নিজেই। তবে নানান কারণে সে গানটি এত দিন প্রকাশ করা হয়নি। এবার শ্রোতাদের সামনে নিয়ে আসতে পারছেন ভেবে তিনি বেশ উচ্ছ্বসিত। সজল বলেন, ‘ব্যান্ড নিয়ে আমি প্রচুর স্টেজ শো করেছি। তবে কখনো নতুন গান প্রকাশ করা হয়নি। এটি হতে যাচ্ছে আমার ব্যান্ড “লায়ন্স”-এর প্রথম গান। নিজেদের আমেজেই আমরা গানটা করার চেষ্টা করেছি। এখন থেকে নিয়মিত ব্যান্ডের গান প্রকাশ করব। আসছে কোরবানির ঈদেও নতুন কিছু নিয়ে আসার ইচ্ছা আছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us