দীর্ঘ দুই বছর পর এবার ঈদে খুলছে নওগাঁর ঐতিহ্যবাহী সিনেমা হল ‘তাজ’। ঈদে সেখানে মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা ‘বিদ্রোহী’। তাই এরই মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ করেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, নওগাঁ সদরে মোট তিনটি সিনেমা হল ছিল। এর মধ্যে ৮-১০ বছর আগে দুটি বন্ধ হয়ে যায়। তখন খুব জমজমাট ছিল সিনেমা হল ‘তাজ’। পরে ধীরে ধীরে এ সিনেমা হলও লোকসানের মুখে পড়ে। এরপর করোনার প্রকোপের কারণে দেশের অন্যান্য সিনেমা হলের মতো এটিও বন্ধ ঘোষণা করা হয়। ২০২১ সালের ১৬ অক্টোবর সরকারিভাবে সিনেমা হলগুলো খোলার অনুমতি দিলেও তাজের কর্তৃপক্ষ সেটি আর চালু করেননি। অবশেষে এবার ঈদে ‘বিদ্রোহ’ সিনেমা দিয়ে চালু হচ্ছে ঐতিহ্যবাহী এ সিনেমা হল।