নেটফ্লিক্স, অ্যামাজনকে কড়া টক্কর দিতে কোমর বাঁধছেন অম্বানী এবং আদানি

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ১০:৪৮

নেটফ্লিক্স এবং অ্যামাজনকে টক্কর দিতে এ বার ওটিটি-র ময়দানে নামছেন গৌতম আদানি এবং মুকেশ অম্বানী। ওটিটি-র দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য নেটফ্লিক্স এবং অ্যামাজনের।


কোটি কোটি দর্শক তাদের। আগামী দিনে ওটিটি প্ল্যাটফর্মের উজ্জ্বল ভবিষ্যৎ দেখেই এ বার এই ময়দানে ঝাঁপাতে মরিয়া এশিয়ার অন্যতম দুই ধনী ব্যক্তি তথা ভারতের দুই শিল্পপতি গৌতম এবং মুকেশ। জেমস মার্ডকের বোধি ট্রি সিস্টমের আর্থিক সহযোগিতায় প্যারামাউন্ট গ্লোবালের সঙ্গে যৌথ ভাবে ওটিটি দুনিয়ায় নামছে অম্বানীর ভায়াকম ১৮ মিডিয়া প্রাইভেট লিমিটে়ড। অন্য দিকে, আদানি এন্টারপ্রাইসেস লিমিটে়ড এএমজি মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে কাজ শুরু করে দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us